ওয়েব ডিজাইনারদের জন্য কিছু অসাধারণ টুলস

ওয়েব ডিজাইনারদের জন্য অনেকর সুন্দর সুন্দর কাজ অতি দ্রুত এবং আরো সুন্দর করার জন্য কিছু প্রয়োজনীয় টুলস্ নিয়ে আজকে সংক্ষিপ্ত বর্ননাঃ

Niice

Search Design

Niice হচ্ছে নানান ধরনের ক্রিয়েটিভ ডিজাইনের ধারণা পাওয়ার জন্য ব্যবহৃত সার্চ ইন্জিন। এখানে আপনি যেকোন ধরনের ডিজাইন সম্পর্কে ধারণা পেতে পারেন যেটি ওয়েব ডিজাইনারদের জন্য অনেকর জরুরী এবং দরকারী বিষয়।
URL: https://niice.co/

Pixel Dropr

Pixel Dropr হচ্ছে ফটোশপের একটি প্লাগিন্স যেটার মাধ্যমে আপনি শুধুমাত্র Drag-n-Drop করে ফটোশপে আপনার PSD’র উপর বাটন, আইকনসহ আরো অনেক ধরনের এলিমেন্ট তৈরী করতে পারেন। আপনার ডিজাইনটিতে ভিন্নমাত্রা আনার জন্য এটি আপনাকে অনেক বেশী কাজে দিবে। URL:http://pixeldropr.com/

Designer News

ডিজাইনার নিউজ হচ্ছে ওয়েব ডিজাইন এবং যে কোন ধরনের ডিজাইনিং টুলসের সম্পর্কিত সংবাদ মাধ্যম। নতুন নতুন কি কি টুলস আসছে, কোনটার কি ব্যবহার, নতুন কি ধরনের ডিজাইনিং ট্রেন্ডস চলছে, ইত্যাদি বিষয়ে আপডেট থাকার জন্য এটি ভিজিট করতে পারেন। URL:?https://news.layervault.com/
Layer Vault

Cloud Comp

Cloud Comp -এর মাধ্যমে আপনি দুরের কোন ক্লায়েন্টকে কোন ওয়েবসাইটের মক-আপ শেয়ার করতে পারেন। অনেক ভাবেই সেটি টেস্টও করতে পারেন।
URL: http://cloudcmp.co/

Shaharia is a professional software engineer with more than 10 years of experience in the relevant fields. Digital ad certified, cloud platform architect, Big data enthusiasts, tech early adopters.