আর মাত্র চার সপ্তাহ পর আমেরিকাতে শুরু হতে যাচ্ছে নির্বাচনী দিন। এর মধ্যে গুগল প্রকাশ করলো আমেরিকার মানুষদের আমেরিকা নিয়ে চিন্তা ভাবনার ধারা। এটি হয়তো প্রভাব ফেলতে পারে আসন্ন নির্বাচনে।
গুগল নির্বাচন ও রাজনৈতিক বিভাগ এরই মধ্যে তাদের গুগল ম্যাপের মাধ্যমে প্রকাশ করেছে মানুষের কি চিন্তা আমেরিকার নির্বাচন নিয়ে। আমেরিকার নানা প্রান্তে মানুষের নজর ও আলোচনার বিষয়-বস্তু ফুটে উঠেছে এই ইনফোগ্রাফীক চিত্রে। চলুন দেখা যাক কি আছে চিত্রটিতে
যখন মিডওয়েস্টার্নে কথা হচ্ছে আমেরিকার জাতীয় ডিব্ট ক্রাইসিস নিয়ে আবার অপর দিকে কেনটুকিতে কথা হচ্ছে মারিজুয়ানা ইস্যু নিয়ে। এর-ই মাঝে গুগলের প্রকাশিত ইনফাগ্রাফিক চিত্রের প্রকাশিত ফল আমেরিকার নির্বাচনী প্রার্থীদের নির্বাচনী প্রচারনায় কতটুকু প্রভাব ফেলবে সেটা এখন দেখার বিষয়। ডান পাশের ছবিতে ক্লিক করে বড় করলে দেখতে পাবেন আমেরিকার মানুষের চিন্তা-ভাবনার একটি ধারা।
তথ্যসুত্র:- ম্যাশাবল