বিভ্রান্ত স্বপ্ন ———– জি, এম, শাহারীয়া আযম নীরবে নিভৃতে একাকী প্রহর গুনে চলেছি বারে বারে মনে হয় এই বুঝি স্বপ্নের সীমানায় এসে দাড়ালাম। কিন্তু নাহ্ কিছুক্ষন পর স্বপ্নেরা বলে আবারো চলতে হবে। এটি কিছু না মরীচিকার মরিচীকা। উফ্ কত দূরে যাবো আমি সীমানার ওপারের সন্ধানে অচেনা গন্তব্যে পাড়ি দেওয়া বিভ্রান্ত পথিকের বেশ ধরেছি আজ তবুও স্বপ্ন তোমায় হারাবো না। অবরুদ্ধ চেতনা আজ আমার বিমুগ্ধ করা কতগুলো স্বপ্নের তালবাহানা কি হয়েছে আজ আমার নীরবে শুধু স্বপ্নের শেষ খুজি কেন আমি? আমার …